কবি ও প্রাবন্ধিক। তিনি মূলত নেপালি এবং নেপাল ভাষায় লেখেন। তাঁর আলোচিত গ্রন্থ চৌতারো বলিও [১৯৭৯] এবং পুল রা পার্কালহারু [ব্রিজ এবং দেয়াল, ২০০৬] নামে। দ্বিতীয় প্রকাশটিও ২০১৩ সালে ইংরেজিতে অনুবাদ হয়। তিনি প্রতিভা সাহিত্য ম্যাগাজিনের [১৯৭৯-১৯৮৫] প্রকাশক এবং প্রধান সম্পাদক ছিলেন। কবিতা ছাড়াও তিনি বিভিন্ন জাতীয় দৈনিক ও ম্যাগাজিনে প্রকাশিত আর্থ-রাজনৈতিক ও পরিচালনার ভাষ্য নিয়ে খ্যাতি অর্জন করেছেন। তার মিডিয়া সম্পর্কিত বই তিনটি। বর্তমানে তিনি পারিজাত স্মৃতি কেন্দ্রের সদস্য-সচিব, সাহিত্যিকের স্মৃতিসৌধ আস্থাভাজন, শিল্প, সাহিত্য ও সংস্কৃতি কেন্দ্র রাতোঘর ফাউন্ডেশনের চেয়ারপারসন।