বাদল সৈয়দ

গদ্যকার ও  কথাসাহিত্যিক। জন্ম ১৯৬৮ সালে, চট্টগ্রামে।  পড়াশোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। মোট গ্রন্থ সংখ্যা ৮ টি। উপন্যাস দুটো: জলের উৎস ও আমার মুক্তি ওই আকাশে। গল্পের বই সাক্ষী ছিল পক্ষী সকলঅলৌকিক আঙুল ও মাটির পিঞ্জিরার মাঝে ছায়া সন্ধান নামে লিখেছেন রহস্যোপন্যাস। গদ্যর বই সাধু সঙ্গ, জন্মজয়, স্বপ্নডানারোজাবেল মা তোমাকে বলছি।  বই পড়া,  লেখালেখি আর বিপন্ন শিক্ষার্থীদের নিয়ে কাজ করা তাঁর বিশেষ পছন্দ। পেশায় একজন চাকরিজীবী। 

সাবস্ক্রাইব