নূরুল কবীর

উপদেষ্টা সম্পাদক

নূরুল কবীরের জন্ম ১৯৬০ সালের ৪ নভেম্বর, ঢাকার মুন্সিগঞ্জে। তিনি প্রথিতযশা লেখক ও সম্পাদক। ইংরেজি দৈনিক নিউ এইজের সম্পাদক। শিক্ষাজীবন সমাপ্ত করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে। পেশাদার সাংবাদিকতা শুরুর আগে তিনি ছাত্রজীবনে সাংস্কৃতিক আন্দোলন ও বামপন্থি রাজনীতির সাথে যুক্ত ছিলেন। সম্পাদনা করেছেন রাজনৈতিক বিশ্লেষণধর্মী পত্রিকা ফোরাম। ২০০৪ সালে জেফারসন ফেলোশিপ লাভ করেন এবং যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয় অধিভূক্ত ইস্ট-ওয়েস্ট সেন্টারে সাংবাদিকতা বিষয়ে অধ্যয়ন করেন। উল্লেখযোগ্য গ্রন্থ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন: মানুষের সৃষ্টিশীল উত্থান প্রসঙ্গে [১৯৯১], দ্য রেড মওলানা [২০২১], নৈর্বাচনিক স্বৈরতন্ত্র ও গণতন্ত্রের সংগ্রাম [২০১২], কথকথা: গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা ও বুদ্ধিজীবিতা প্রসঙ্গে সাক্ষাৎকার [২০১৪], Deposing of a Dictator: Revisiting a Magnificent Mass Uprising After 50 Years [2019]   Birth of Bangladesh: The Politics of History and the History of Politics [2022]

 

সাবস্ক্রাইব