তারেক রেজা

কবি ও প্রাবন্ধিক। জন্ম ৯ নভেম্বর ১৯৭৮ সালে, মানিকগঞ্জের গঙ্গারামপুর গ্রামে। পড়াশোনা বাংলা সাহিত্যে স্নাতকোত্তর। প্রকাশিত কাব্যগ্রন্থ পিপাসার অপর চোখ [২০০১], পুথির একাল [২০১১], জল-অন্তঃপ্রাণ [২০১৩], চতুর্দোলা [২০১৫],  ছিন্নপদ্য [২০১৬], দেয়াল ভেঙে দেখি [২০১৮], এ গান যেখানে সত্য [২০২০]। প্রবন্ধগ্রন্থ কবিতা : কালের কণ্ঠস্বর [২০০৯], সুভাষ মুখোপাধ্যায় :  কবিমানস ও শিল্পরীতি [২০১০], রবীন্দ্রনাথ ও কজন আধুনিক কবি [২০১২], রবীন্দ্রনাথ বুদ্ধদেব এবং অন্যান্য প্রসঙ্গ [২০১২], কবিতার মন-মর্জি [২০১২],  আবুল হোসেন : কবি ও কবিতা [২০১৫], আহসান হাবীব : কবি ও কবিতা [২০১৭], বাংলা শিশুসাহিত্য : ফিরে দেখা [২০২০], জসীমউদ্‌দীনের গীতবাণী : নদী-নাও-জলের কোলাহল [২০২০]। রূপান্তরিত গ্রন্থ কাঠের মানুষ পিনোকিও [২০০৯, ফাদার মারিনো রিগন সহযোগে], ছন্দে ছন্দে পিনোকিও [২০১১]। সম্পাদিত গ্রন্থ শ্রেষ্ঠ কবিতা: সমর সেন [২০১২], শ্রেষ্ঠ গল্প : রবীন্দ্রনাথ ঠাকুর [২০১৪]। বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করছেন।

 

 

সাবস্ক্রাইব