বীরেন সোম

চিত্রশিল্পী ও লেখক। জন্ম ১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর, জামালপুর শহরে। ১৯৬৯ সালে তৎকালীন কলেজ অব আর্টস অ্যান্ড ক্রাফটসের [বর্তমান চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়] চিত্রকলা বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি চিত্রকলায় বিশেষ পারদর্শিতার জন্য ছাত্রাবস্থা থেকে এ যাবৎ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। দেশে-বিদেশে ৬০টির বেশি গুরুত্বপূর্ণ গ্রুপ প্রদর্শনীতে অংশগ্রহণ করেন তিনি। করেছেন ১২টি একক প্রদর্শনী। চারুকলা কলেজের গ্যালারিতে তাঁর প্রথম একক প্রদর্শনী অনুষ্ঠিত হয় ১৯৬৮ সালে, শিরোনামহীন। সর্বশেষ ২০১৯ সালে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক একক প্রদর্শনী অনুষ্ঠিত হয় গ্যালারি চিত্রকে। চিত্রকলার নানা মাধ্যমে প্রায় ৩ হাজার শিল্পকর্ম আঁকেন তিনি। আঁকা ড্রয়িংয়ের সংখ্যা প্রায় ৭ হাজার। চিত্রকলার পাশাপাশি শিল্পী নিয়মিত লেখালেখিও করেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শিল্পী সমাজস্বাধীনতার চিত্রমালা তাঁর লেখা মুক্তিযুদ্ধে শিল্পীদের অবদানের প্রামাণ্য দলিল হিসেবে উল্লেখযোগ্য। সত্তরোর্ধ্ব এই শিল্পী এখনো নিরলসভাবে চিত্র অঙ্কন চালিয়ে যাচ্ছেন।

 

সাবস্ক্রাইব