চিত্রশিল্পী ও লেখক। জন্ম ১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর, জামালপুর শহরে। ১৯৬৯ সালে তৎকালীন কলেজ অব আর্টস অ্যান্ড ক্রাফটসের [বর্তমান চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়] চিত্রকলা বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি চিত্রকলায় বিশেষ পারদর্শিতার জন্য ছাত্রাবস্থা থেকে এ যাবৎ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। দেশে-বিদেশে ৬০টির বেশি গুরুত্বপূর্ণ গ্রুপ প্রদর্শনীতে অংশগ্রহণ করেন তিনি। করেছেন ১২টি একক প্রদর্শনী। চারুকলা কলেজের গ্যালারিতে তাঁর প্রথম একক প্রদর্শনী অনুষ্ঠিত হয় ১৯৬৮ সালে, ‘শিরোনামহীন’। সর্বশেষ ২০১৯ সালে ‘মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক একক প্রদর্শনী অনুষ্ঠিত হয় গ্যালারি চিত্রকে। চিত্রকলার নানা মাধ্যমে প্রায় ৩ হাজার শিল্পকর্ম আঁকেন তিনি। আঁকা ড্রয়িংয়ের সংখ্যা প্রায় ৭ হাজার। চিত্রকলার পাশাপাশি শিল্পী নিয়মিত লেখালেখিও করেন। ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শিল্পী সমাজ’ ও ‘স্বাধীনতার চিত্রমালা’ তাঁর লেখা মুক্তিযুদ্ধে শিল্পীদের অবদানের প্রামাণ্য দলিল হিসেবে উল্লেখযোগ্য। সত্তরোর্ধ্ব এই শিল্পী এখনো নিরলসভাবে চিত্র অঙ্কন চালিয়ে যাচ্ছেন।