শেরিফ আল সায়ার

গল্পকার ও গবেষক। জন্ম ৬ নভেম্বর, ঢাকায়। পড়াশোনা ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি থেকে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনে স্নাতকোত্তর। প্রকাশিত গল্পগ্রন্থ কয়েকটি অপেক্ষার গল্প [২০১২], এই ঘরে কোনো খুনি নেই [২০১৬] এবং খাঁচাবন্দি মানুষেরা [২০১৯]। গবেষণাগ্রন্থ শাহবাগের জনতা [২০১৫]। কিশোর উপন্যাস নাতাশা ও ডানপিটে নুসরাত [২০২০]। কর্মজীবন শুরু করেছেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের গবেষণা ও উন্নয়ন কর্মকর্তা হিসেবে ২০১১ সালে। বর্তমানে বাংলা ট্রিবিউনের গবেষণা বিভাগের প্রধান হিসেবে কর্মরত।

সাবস্ক্রাইব