মুজিব মেহদী

কবি, প্রাবন্ধিক ও অনুবাদক। জন্ম ৩ জানুয়ারি ১৯৬৯ সালে, ময়মনসিংহে। পড়াশোনা করেছেন বাংলা ভাষা ও সাহিত্যে। লিটল ম্যাগাজিন কর্মী হিসেবে নিজের পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। প্রকাশিত কাব্যগ্রন্থ মমি উপত্যকা [২০০১], ময়দানের হাওয়া [২০০৭], চিরপুষ্প একাকী ফুটেছে [২০০৯], ত্রিভুজাসম্ভাষ [হাইকু-বাইকু-সেনরু: ২০১৩], জঙ্গলের নিজস্ব শব্দাবলি [২০১৪], ধূলি ওড়ানোর ভঙ্গি [নির্বাচিত কবিতা: ২০১৮] এবং বাইকুশতক [২০১৮]। উভলিঙ্গ রচনা শ্রেণিকরণ এমন এক সংকীর্ণতা যা সৃষ্টির মহিমাকে ম্লান করে দেয় [২০০৩], বৃষ্টিগাছের তলায় [২০০৬] ও খড়বিচালির দুর্গ [২০১১]। অনুবাদগ্রন্থ সটোরি লাভের গল্প [জেনগল্প: ২০০৯]। অনুসন্ধানগ্রন্থ মাদ্রাসা শিক্ষা : একটি পর্যবেক্ষণ সমীক্ষা [২০০১], হাওর: জলে ভাসা জনপদ [২০০৫], ইকোপার্ক উন্নয়ন : জীববৈচিত্র্য রক্ষার নামে জীবন ও প্রতিবেশ বিনাশী তাণ্ডব [২০০৫] এবং মুক্তিযুদ্ধ ও নারী [রোকেয়া কবীরের সঙ্গে যৌথভাবে, ২০০৬ ও ২০১২]। তাঁর আগ্রহের বিষয় জেন দর্শন। ২০১১ সালে পেয়েছেন লোক সাহিত্য পুরস্কার। বর্তমানে কাজ করেন একটি অধিকারভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থায়। জেন্ডারবিষয়ক একটি জার্নাল সম্পাদনার সাথে যুক্ত তিনি।

সাবস্ক্রাইব