কবি ও প্রাবন্ধিক। জন্ম ২৭ অক্টোবর ১৯৪৯ সালে, কিশোরগঞ্জের হোমাইপুরে। পড়াশোনা বাংলায় স্নাতকোত্তর। ফরাসি ভাষা অধ্যয়ন করেছেন আলিয়ঁস ফ্রঁসেজ, ঢাকায়। প্রকাশিত কাব্যগ্রন্থ সজল ভৈরবী [১৯৭২], লাজুক অক্টোপাস [১৯৭৭], ভূমধ্যসাগরে অন্ধ ঘূর্ণি যা বলুক [১৯৮৭], সঙ্গে নিয়ে চলে যাই পাহাড়চূড়োয় [১৯৯৪], বলি যে তারানা হচ্ছে [২০০০], তারপর হঠাৎ একদিন মৌমাছি [২০০২], পাখি বলে [২০০৮], কী ফুল ঝরিল বিপুল অন্ধকারে [নির্বাচিত] [২০০৮], ডন জুয়ানের হাজার নারীকে ভাবো [২০১২]। প্রবন্ধগ্রন্থ ছেঁড়া ছেঁড়া মেঘ ও চামেলি [২০০৯], যুবক রবি অন্য রবি ছিন্নপত্রে [২০০৯]। উপন্যাস এরপর কোন্ গল্পটা বলবে জানি [২০০৯]। সাহিত্যে অবদানের জন্য পেয়েছেন আলাওল সাহিত্য পুরস্কার [২০০০], প্রথম আলো বর্ষসেরা সৃজনশীল গ্রন্থ পুরস্কার [২০০৮], খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার[১৪১৬-১৭] এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার [২০১৫]। বর্তমানে ঢাকায় বসবাস করছেন।