আব্দুল হালিম চঞ্চল

দৃশ্যশিল্পী, শিক্ষক লেখক আব্দুল হালিম চঞ্চল । জন্ম ২ ফেব্রুয়ারি ১৯৭২,  কুষ্টিয়ায়। পড়াশোনা ঢাকা বিশ্ববিদালয়ের চারুকলা অনুষদে। খণ্ডকালীন [২০০৯-২০১৪] পড়িয়েছিলেন একই বিদ্যায়তনে। বর্তমানে পড়াচ্ছেন সাউথ এশিয়ান মিডিয়া ইন্সটিটিউটে। তিনি দেশ-বিদেশে বিভিন্ন একক, যৌথ প্রদর্শনী ও আর্ট ওয়ার্কশপে অংশ নিয়েছেন। ১৯৯৪ সালে ঢাকার চারুকলার বার্ষিক প্রদর্শনীতে সেরা পেন্সিল  স্কেচ শিল্পী হিসেবে পুরস্কৃত হন। ১৯৯৮ সালে গ্যালারি টোন বাংলাদেশে অনুষ্ঠিত প্রদর্শনীতে দ্বিতীয় আন্তর্জাতিক ক্ষুদ্রাকৃতির পেইন্টিংস পুরস্কার লাভ করেন।  

সাবস্ক্রাইব