নূরুল হক

কবি ও প্রাবন্ধিক। ১৯৪৪ সালের ২৫ নভেম্বর মদন উপজেলার বালালী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর পাস করেন। ষাটের দশকে কবিতা লেখা শুরু করলেও মাঝে দীর্ঘ বিরতি দিয়ে আশির দশক থেকে ফের লেখালেখি শুরু করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ একটি গাছের পদপ্রান্তে, সব আঘাত ছড়িয়ে পড়েছে রক্তদানায়, মুক্তিযুদ্ধের অসমাপ্ত গল্প ও অন্যান্য কবিতা এবং এ জীবন খসড়া জীবন। ২০২১ সালের ২২ জুলাই তিনি মৃতু বরণ করেন।

সাবস্ক্রাইব