জিয়া হাশান

গল্পকার ও অনুবাদক। জন্ম ১৯৬৬ সালে পিরোজপুর শহরে। পড়াশোনা ঢাকা বিশ্বদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। সাংবাদিকতা দিয়ে পেশার শুরু। কাজ করেছেন দৈনিক খবর, ভোরের কাগজ ও প্রথম আলো পত্রিকায়। ছিলেন ব্র্যাকের মিডিয়া ম্যানেজারও। ‘সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয়’ তাঁর প্রথম গল্পগ্রন্থ। অন্যান্য গল্পগ্রন্থ ‘খেয়ালি ভুঁই ও তার ফসল বিন্যাস’, ‘চোর দেখার ফাঁদ’ [কিশোর গল্প] ও ‘বুড়িগঙ্গায় কালো জাহাজ’ [কিশোর গল্প]। অনুবাদগ্রন্থ হারুকি মুরাকামির ‘শোনো বাতাসের সুর’ [উপন্যাস], হার্তা মুলারের ‘পাসপোর্ট’ [উপন্যাস] ও মো ইয়ানের ‘বাঁক বদল’ [উপন্যাস]। সম্পাদনা করেছেন ‘নির্বাচিত ছোটগল্প’। বর্তমানে তিনি ইংরেজি মাধ্যমের স্কুল স্কলাসটিকায় যোগাযোগ কর্মকর্তা হিসাবে কাজ করছেন।  

সাবস্ক্রাইব