অরূপকুমার দাস

 

প্রাবন্ধিক, গবেষক ও অধ্যাপক। জন্ম ১৯৬৯ সালে, ভারতের পশ্চিম বাংলার হাওড়া জেলার কলকাতা গ্রামে। ১৯৯৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে দ্বিতীয় হন। এমএ পাঠরত অবস্থায় ইউজিসির নেট পরীক্ষায় জেআরএফ পান ও কেন্দ্রীয় বৃত্তি নিয়ে ষাট ও সত্তর দশকের রাজনীতির প্রেক্ষাপটে বাংলা কথাসাহিত্য বিষয়ে গবেষণা করেন। ২০০২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি উপাধি লাভ করেন। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক। ১৯৯৬ থেকে ২০০৮ পর্যন্ত অধ্যাপনা করেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। এ পর্যন্ত তাঁর লেখা ও সম্পাদিত ১৭টি বই প্রকাশিত হয়েছে। স্বাধীনতা [১৯৪৭] পরবর্তী ভারতের জনজীবন ও সাহিত্য তাঁর আগ্রহের কেন্দ্র। সাংস্কৃতিক রাজনীতি, ইতিহাস অনুসন্ধান, নিম্নবর্গের সমাজমানসসহ নানাকিছু তাঁর চিন্তার জগৎ।

 

সাবস্ক্রাইব