আবদুল কাদির

 

কবি ও সাহিত্য-সমালোচক। জন্ম ব্রাহ্মণবাড়িয়ার আড়াইসিধা গ্রামে, ১ জুন ১৯০৬ সালে। ১৯২৩ সালে ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক এবং ১৯২৫ সালে তিনি ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে আইএসসি পাস করেন। অতঃপর তিনি বি.এ. পর্যন্ত অধ্যয়ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। উল্লেখ্য মুসলিম সাহিত্য সমাজ [১৯২৬]-এর নেতৃত্বে ঢাকায় যে বুদ্ধির মুক্তি আন্দোলন সূচিত হয়, কবি আবদুল কাদির তার নেতৃস্থানীয় উদ্যোক্তা। তিনি ছিলেন সাহিত্য সমাজের মুখপত্র বার্ষিক শিখা [১৯২৭] পত্রিকার প্রকাশক ও লেখক। প্রকাশিত কাব্যগ্রন্থ  দিলরুবা [১৯৩৩] ও উত্তর বসন্ত [১৯৬৭]। তার অন্যতম বিখ্যাত গ্রন্থ ছন্দ সমীক্ষণ [১৯৭৯]। আবদুল কাদির বেশকিছু সংখ্যক রচনাবলি সম্পাদনা করেন, যেমন: কাব্যমালঞ্চ [যুগ্মভাবে, ১৯৪৫], এয়াকুব আলী চৌধুরী রচনাবলী [১৯৬৩], নজরুল রচনাবলী [৫ খণ্ড, ১৯৬৬-১৯৮৪], শিরাজী রচনাবলী [১৯৬৭], কাজী ইমদাদুল হক রচনাবলী [১৯৬৮], আবুল হুসেন রচনাবলী [১৯৬৮], লুৎফর রহমান রচনাবলী [১ম খণ্ড, ১৯৭২], রোকেয়া রচনাবলী [১৯৭৩], বাংলা সনেট [১৯৭৪] ইত্যাদি। সাহিত্যকীর্তির জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, আদমজী সাহিত্য পুরস্কার, একুশে পদক, মুক্তধারা পুরস্কার প্রভৃতি লাভ করেন। ১৯৮৪ সালের ১৯ ডিসেম্বর তার মৃত্যু হয়।

 

সাবস্ক্রাইব