সাহাদাত পারভেজ

 

আলোকচিত্র সাংবাদিক, শিক্ষক ও গবেষক। জন্ম ১৯৭৭ সালের ৮ অক্টোবর, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচরে। তাঁর প্রকাশিত বইযে ছবি হৃদয়ে আঁকা [১৯৯৫, কাব্যগ্রন্থ];  ফটো অ্যালবামশতবর্ষের পথিক [২০১২], গবেষণধর্মী গ্রন্থশেকড়ের খোঁজে [২০১৫], একটি বিদ্যালয় বৃত্তান্ত [২০১৬], গজারিয়ার ইতিহাস ও ঐতিহ্য [২০১৭], গণহত্যা গজারিয়া : রক্ত মৃত্যু মুক্তি [২০১৮], গণহত্যা-বধ্যভূমি ও গণকবর জরিপ : মুন্সিগঞ্জ জেলা [২০১৯], গণহত্যার গহন গল্প : প্রসঙ্গ ভবেরচর [২০২২]। ২০২১ সালে তাঁর সংগ্রহ-গবেষণা ও সম্পাদনায় প্রকাশিত হয় তিন খণ্ডের ড্যাডিসমগ্র বর্তমানে দৈনিক দেশ রূপান্তর-এর ফটো এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাবস্ক্রাইব