কবি, সমালোচক, প্রাবন্ধিক ও ছোটকাগজ সম্পাদক। জন্ম ১৯৭৬ সালের ১২ জুন নোয়াখালীর সুবর্ণচরের কেরামতপুর গ্রামে। পেশায় সাংবাদিক। প্রকাশিত কবিতার বই মাতাল নদীর প্রত্নবিহার, স্বরচিত চাঁদ, উপ-বিকল্প সম্পাদকীয়, লাল রাত্রির গান। প্রবন্ধগ্রন্থ: সাহিত্যে দশক বিভাজন ও অন্যান্য, সমালোচকের দায়, অহঙ্কারের সীমানা ও অন্যান্য, সাহিত্যের রাজনীতি, সমকালীন সাহিত্যচিন্তা, কবিতার সময় ও মনীষার দান এবং আহমদ ছফার বাঙালিদর্শন ও অন্যান্য। প্রবন্ধের জন্য ‘বগুড়া লেখক চক্র পুরস্কার-২০২০’ এবং কবিতার জন্য পেয়েছেন ‘চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক-২০২১।