কামরুল হাসান

 

কবি ও প্রাবন্ধিক।  জন্ম ২২ ডিসেম্বর, ১৯৬১ সালে বাংলাদেশের শরীয়তপুর জেলায়। কবিতা লিখছেন স্কুলের উঁচু ক্লাসে পড়ার সময় থেকে। প্রথম কবিতা প্রকাশিত হয় কবি বেলাল চৌধুরী সম্পাদিত সচিত্র সন্ধানী পত্রিকায়, ১৯৭৮ সালে। সেই আশির দশকেই বিখ্যাত দেশজিজ্ঞাসার মতো পত্রিকায় তাঁর কবিতা ছাপা হয়। এ পর্যন্ত ১২টি কাব্যগ্রন্থ, ৫টি ভ্রমণকাহিনী, ২টি প্রবন্ধ, ৩টি অনুবাদ, ১টি ছোটগল্প ও ১টি সম্পদনা গ্রন্থসহ সব মিলিয়ে প্রায় ৩০টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। ১৯৯১ সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ সহস্র কোকিলের গ্রীবা প্রকাশিত হয়। ছাত্রজীবনে মেধাবী কামরুল হাসান মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় স্থানলাভ করেছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া ব্রিটেনের দুটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়াশোনা করেন। বর্তমানে তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।

 

সাবস্ক্রাইব