বিনয় দত্ত

 

কথাসাহিত্যিক ও সাংবাদিক। জন্ম ২০ ফেব্রুয়ারি, নন্দনকানন, চট্টগ্রাম। বেড়ে ওঠা চট্টগ্রামে। গল্প, কবিতা, উপন্যাস, নাটক, চিত্রনাট্য, মুক্তগদ্য লেখেন। সাংবাদিকতার পাশাপাশি নিয়মিত গবেষণায় যুক্ত আছেন। প্রকাশিত গল্পগ্রন্থ চিলতে মেঘ ও কুহুকেকার গল্প, [চৈতন্য, ২০১৭], উপন্যাস অমৃতায়ন, [পুথিনিলয়, ২০১৮], সমকালীন কথনমালা: এই শহর সুবোধদের [পুথিনিলয়, ২০১৯], আরোপিত এই নগরে [পুথিনিলয়, ২০২০], অর্বাচীনের আহ্নিক [পুথিনিলয়, ২০২২]। উল্লেখ্য, বিনয় দত্ত আবুল মনসুর আহমদ প্রবন্ধ প্রতিযোগিতা পুরস্কার ২০২০-এ প্রথম স্থান অর্জন করেন।

 

সাবস্ক্রাইব