মুহম্মদ মোফাজ্জল

 

কথাসাহিত্যিক। জন্ম ২৫ অক্টোবর, ১৯৭৭। পরিসংখ্যানে স্নাতক ও স্নাতকোত্তর। বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় তার প্রথম উপন্যাস ধূসর চোখে প্রকাশিত হয়। ছাত্রাবস্থায় তার লেখা কিছু নাটক বাংলাদেশ বেতারে প্রচারিত হয়। তার অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে রূপালী পর্দাগ্রহণ [পার্ল পাবলিকেশন্স], তুমি ছাড়া কে দেবে জীবন [পার্ল পাবলিকেশন্স], কবিতার দহন [শিখা প্রকাশনী], কী অপরাধ ছিল নবজাতকটির [শিখা প্রকাশনী], আমরা করব জয় [অনিন্দ্য প্রকাশ], টিকটিটি ও অক্টোপাস [অনিন্দ্য প্রকাশ], ও লজ্জাবতী [দিনরাত্রী প্রকাশনী]। রানা প্লাজা ও বাংলাদেশের পোশাক শিল্পের ওপর নির্মিত তার প্রমাণ্যচিত্র হচ্ছে প্রাইসট্যাগই সব নয়চোখ শিরোনামে তিনি একটি ফিচার ফিল্ম ও মনোরথ শিরোনামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করেছেন। বর্তমানে তিনি ইংরেজি দৈনিক দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসে কর্মরত।

 

সাবস্ক্রাইব