নাহার মনিকা

কবি ও কথাকার। জন্ম ১৯৬৯ সালে, ঠাকুরগাঁওয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞান আর যুক্তরাজ্যের লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে Health Policy, Planning & Financing-এ স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন তিনি। সাপ্তাহিক বিচিত্রার ঈদসংখ্যায় কবিতা দিয়ে লেখা প্রকাশের শুরু। নানা পত্র-পত্রিকায় লিখছেন দীর্ঘদিন ধরে। কবিতা, ছোটগল্প এবং উপন্যাস মিলে প্রকাশিত গ্রন্থসংখ্যা ছয়। উপন্যাস দুটো: মন্থকূপ [২০১৯] ও বিসর্গ তান [২০১৬]। তাঁর গল্পগ্রন্থ দখলের দৌড় [২০১৯], জাঁকড় [২০১৪] এবং পৃষ্ঠাগুলি নিজের [২০১১]। ২০০৭ সালে প্রকাশিত হয় প্রথম কাব্যগ্রন্থ চাঁদপুরে আমাদের বর্ষা ছিল [বাংলামাটি প্রকাশন]। বর্তমানে কানাডার ক্যুবেক প্রদেশে সরকারি স্বাস্থ্য বিভাগে কর্মরত আছেন। লেখালেখি নাহার মনিকার কাছে অপার স্বাধীনতার জগৎ, যেখানে লেখক একমেবাদ্বিতীয়ম।  

সাবস্ক্রাইব