কথাসাহিত্যিক। জন্ম ঝালকাঠি জেলার রাজাপুর-এ ১৯৬০ সনে। বাংলা অনার্সসহ এমএ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে। আশির দশকের ছোট কাগজ সংবেদ-এর অন্যতম সম্পাদক পারভেজ হোসেন বর্তমানে মুদ্রণ ও প্রকাশনা ব্যবসায় জড়িত। প্রকাশিত গল্পগ্রন্থ ক্ষয়িত রক্তপুতুল [১৯৯৩], বৃশ্চিকের জাল ও অন্যান্য গল্প [১৯৯৬], বিষকাঁটা [২০০৮], যে জীবন ফড়িঙের দোয়েলের [২০১০], ডুবোচর [২০১০]। ‘জেমকন সাহিত্য পুরস্কার ২০১০’ পেয়েছেন যে জীবন ফড়িংয়ের দোয়েলের গল্পগ্রন্থের জন্য। ‘প্রথম আলো বর্ষসেরা বই ১৪১৯ পেয়েছেন ডুবোচর গল্পগ্রন্থের জন্য।