আবু নাসের রবি

 

চিত্রশিল্পী। জন্ম চট্টগ্রামের পতেঙ্গায় ৩ জুলাই ১৯৭৫। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে চিত্রকলায় স্নাতক ও স্নাতকোত্তর।  ২০০০ সালে তার প্রথম একক জলঙের চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় পতেঙ্গা, চট্টগ্রামে। এরপর তিনি একে একে দক্ষিন কোরিয়া, জাপান, জর্ডান, নেপালসহ দেশ-বিদেশের বিভিন্ন আর্ট গ্যালারিতে একক ও যৌথ চিত্রপ্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন।

তার উল্লেখযোগ্য একক প্রদর্শনী হচ্ছে ২০১২ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত দ্য টেইল অফ ডার্কনেসআর্থ কলিং: থিংকিং আদারওয়েইজ শিরোনামের দুটি।  এছাড়া রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ইয়াং আর্টিস্ট অ্যাক্সিবিশন-২০১০; ন্যাশনাল আর্ট অ্যাক্সিবিশন-২০০৯; বৃত্ত আর্টস ট্রাস্ট ঢাকা আয়োজিত দক্ষিণ এশিয়ার প্রদর্শনী অফ দ্য বিটেন পাথ ২০০৮ প্রভৃতি। তার উল্লেখযোগ্য যৌথপ্রদর্শনী হচ্ছে দক্ষিন কোরিয়ায় অনুষ্ঠিত ওপেন স্টুডিও-২০০৭;  ঢাকায় অনুষ্ঠিত বৃত্ত আর্টস ট্রাস্ট আয়োজিত আউটকাম শো অফ বৃত্ত  ইন্টারন্যাশনাল আর্টিস্ট ওয়ার্কশপ-২০০৫; ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজে অনুষ্ঠিত বৃত্ত আর্টস ট্রাস্ট ঢাকা এবং pousses rouyes lyon, france আয়োজিত মুভমেন্ট উইল বিকাম স্কালাপচার-২০০৪; জাপানে অনুষ্ঠিত নিপ্পন ইন্টারন্যাশনাল পারফরমেন্স আর্ট ফেস্টিবল-২০১০; প্রভৃতি।

 

সাবস্ক্রাইব