ফকরুল চৌধুরী

 

কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক। জন্ম চাঁদপুর জেলার মতলব উপজেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকাবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর। বর্তমানে সাংবাদিকতায় নিয়োজিত। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে, গল্প মেঘের খেলা, হজমিগাছ, দ্বাদশ কাহিনি; প্রবন্ধ ক্ষমতা ও সাম্রাজ্য, সংস্কৃতির রূপকল্প, বিউপনিবেশায়ন। সম্পাদনা সিভিল সোসাইটি : তত্ত্ব প্রয়োগ ও বিচার, উপনিবেশবাদ ও উত্তর ঔপনিবেশিক পাঠ, গ্রামসি পরিচয় ও তৎপরতা। 

 

সাবস্ক্রাইব