ক্রিস লাওটারিস

 

গ্রিক-সাইপ্রিয়ট বংশোদ্ভূত ব্রিটিশ কবি, জীবনীকার, ঐতিহাসিক, গবেষক ও অধ্যাপক। ব্লিড অ্যান্ড সি [রক্তঝরা দেখা] তাঁর প্রথম কবিতার সংকলন। এটি প্রকাশিত হওয়ার আগে এরিক গ্রেগরি পোয়েট্রি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। পেঙ্গুইন থেকে প্রকাশিত তাঁর ইতিহাস ও জীবনী ভিত্তিক বই শেক্সপিয়ার অ্যান্ড দি কাউন্টেস: দি ব্যাটল দ্যাট গেইভ বার্থ টু দি গ্লোভ বইটিও জীবনী শাখায় টনি লোথিয়ান প্রাইজের জন্য সংক্ষিপ্ত তালিকায় উঠে এসেছিল। ক্রিসের এই বইটি অবজারভার এবং টেলিগ্রাফ পত্রিকার বুক অব দি ইয়ার নির্বাচিত হয়েছিল। শুধু তাই নয়, নিউইয়র্ক পোস্ট এই বইটিকে বছরের অবশ্য-পাঠ্য একটি গ্রন্থ হিসেবেও বাছাই করেছিল। নিউইয়র্কের পেগাসাস বুকস এবং হারপার কলিন্সের সঙ্গে তিনি বর্তমানে চুক্তিবদ্ধ হয়ে আছেন আরো চারটি বই লিখতে। এই মুহূর্তে যৌথভাবে সম্পাদনা করছেন অ্যান অ্যানে-থোলজি: পোয়েমস কমেমোরেটিং শেক্সপিয়ারস ওয়াইফ। ইউসিএল [ইউনিভার্সিটি কলেজ লন্ডন] থেকে ইংরেজি সাহিত্যে কাজের জন্য মোরলি মেডেল পুরস্কার পেয়েছেন। তিনি বিবিসি ছাড়াও অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, সাইপ্রাস, মেক্সিকো ইত্যাদি দেশের খ্যাতনামা বিভিন্ন গণমাধ্যমে সাহিত্য নিয়ে আলাপ ও অনুষ্ঠান করেন।

 

সাবস্ক্রাইব