অমিতরূপ চক্রবর্তী

 

কবি। জন্ম ১৯৭৭ সালের ২ ফেব্রুয়ারি, পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায়। পরবর্তীকালে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার হ্যামিল্টনগঞ্জে চলে আসেন। এখানেই তাঁর শিক্ষার শুরু এবং বড়ো হয়ে ওঠা। ১৯৯৭ সালের শীতে হ্যামিল্টগঞ্জের রুরাল লাইব্রেরিকে কেন্দ্র করে সকাল নামে একটি ছোট পত্রিকার আত্মপ্রকাশ হয়, সেখানেই তাঁর প্রথম লেখা। পরবর্তীকালে স্থানীয় ক্ষুদ্র পত্রপত্রিকায় লিখতেন। ২০২o  কোলকাতা বইমেলায় তাঁর প্রথম কাব্যগ্রন্থ কিছুক্ষণ থাকা অথবা অনন্তকাল বেরোয়। মূলত কবিতাই লেখেন। পাশাপাশি ছোটগল্প ও গদ্যের চর্চা করেন। পেশায় চাকুরিজীবী।

 

 

সাবস্ক্রাইব