শারদ দাশ

একজন ভিজ্যুয়াল আর্টিস্ট। জন্ম চট্টগ্রামে। শিল্পী হিসেবে তিনি সবসময় নিজেকে তার সামাজিক প্রেক্ষাপটের কাছাকাছি রাখেন। তিনি মানবদেহকে কাজের সূচনা বিন্দু হিসেবে নেন। কাজের ক্ষেত্রে তিনি কোন নির্দিষ্ট মাধ্যম ও নিয়মাবলীর মধ্যে নিজেকে আবদ্ধ রাখেননি। তার কর্মপ্রচেষ্টার মধ্যে অঙ্কন, ভাস্কর্য, ফটোগ্রাফি, মুদ্রণ এবং ভিডিও এসবই অন্তর্ভুক্ত রয়েছে। তিনি ভোক্তাসংস্কৃতির মধ্যে সৃষ্ট মূল্যবোধের উপকরণ, ভাষা, বস্তু এবং অভিব্যক্তিকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পছন্দ করেন। শারদ দাশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট এবং নয়া দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। তিনি এশিয়ান আর্ট বিয়েনাল, শিল্পকলা একাডেমি, ঢাকা [২০১০, ২০১২, ২০১৪, ২০১৮] সহ বিভিন্ন প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ছবি মেলা১০ [২০২০]; দৃক এবং পাঠশালা আয়োজিত ছবি মেলা-০ [২০২১]; জাতীয় শিল্প প্রদর্শনী, শিল্পকলা একাডেমি, ঢাকা [২০০৯, ২০১১, ২০১৯];  আর্ট 4 ALL, নয়া দিল্লি আয়োজিত জে. জে. কলোনি-এ কমিউনিটি আর্ট প্রজেক্ট [২০১৭];  সেলিব্রেটেড ভায়োলেন্স ঢাকা আর্ট সেন্টার, ঢাকা [২০১৪]; সব চরিত্রই কাল্পনিক বিস্তার আর্ট কমপ্লেক্স, চট্টগ্রাম [২০১৫]; স্মৃতি উপাখ্যান রশীদ চৌধুরী গ্যালারি, চারুকলা ইন্সটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় [২০১৫]। এছাড়াও ঢাকা আর্ট সেন্টার, ধানমন্ডিতে অস্পষ্ট সীমানা শিরোনামে তিনটি একক প্রদর্শনী করেছেন। 

 

সাবস্ক্রাইব