লেখক। জন্ম ১৯২৮ সালের ৩০ সেপ্টেম্বর হাঙ্গেরির এক ইহুদি পরিবারে। বেড়ে উঠেছেন রোমানিয়ার ছোট এক গ্রামে। গল্প-উপন্যাস ও প্রবন্ধ-নিবন্ধ মিলিয়ে চল্লিশটিরও অধিক বইয়ের লেখক এলি উইজেল। তিনি ‘প্রেসিডেন্টসিয়াল মেডেল অব ফ্রিডম’, ‘ইউনাইটেড স্টেট অব আমেরিকা কংগ্রেসনাল গোল্ড মেডেল’ ‘ফ্রান্স লেজিওন অব অনার’ লাভ করেছেন এবং ১৯৮৬ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। তিনি ছিলেন মানবাধিকার বিষয়ক ‘অ্যান্ড্রু ডব্লিউ. মেলোন প্রফেসর’ এবং বোস্টন বিশ্ববিদ্যালয়ের ‘ইউনিভার্সিটি প্রফেসর’। ২০১৬ সালের ২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তিনি মারা যান।