জলিল মাম্মাদগুলুজাদেহ

 

কথাসাহিত্যিক। জন্ম বর্তমান আজারবাইজানে ২২ ফেব্রুয়ারি ১৮৬৬ সালে। ব্যঙ্গরসাত্মক রচনার জন্য তিনি বিশেষ পরিচিত ছিলেন। লেখার জগতে প্রবেশের আগে মাম্মাদগুলুজাদেহ গ্রামীণ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে বহু বছর কাজ করেছিলেন। বন্ধুদের সাথে যৌথভাবে একটি প্রকাশনা সংস্থা কেনার পর তিনি মোল্লা নাসিরউদ্দিনের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে আত্মপ্রকাশ করেন। সেটি একটি ব্যঙ্গাত্মক ম্যাগাজিন হিসেবে প্রকাশিত হতো, যার ভাবধারা মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়ায় ব্যাপক প্রভাব ফেলে। অচিরেই ম্যাগাজিনটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে চিহ্নিত করে তার প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়। মাম্মাদগুলুজাদেহকে আজারবাইজান এবং মধ্যপ্রাচ্যের নারী অধিকার কর্মে নিযুক্তদের একজন হিসেবে বিবেচনা করা হয়। এ ছাড়া আজারবাইজানের প্রথম নারী পত্রিকা প্রকাশের পেছনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জলিল মাম্মাদগুলুজাদেহ অসংখ্য ছোটগল্প, প্রবন্ধ, উপন্যাস ও নাটক লিখেছেন। মাতৃভাষায় তাঁর দারুণ দখল ছিল। তিনি আজেরি ভাষাকে বিলুপ্ত হওয়া থেকে রক্ষা করে তাকে সাহিত্যের ভাষা হিসেবে প্রতিষ্ঠা করেছেন। ১৯৩২ সালের ৪ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।

 

সাবস্ক্রাইব