মোহাম্মদ রফিক

কবি ও প্রাবন্ধিক। জন্ম ১৯৪৩ সালে, বাঘেরহাট জেলার বৈটপুরে। পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ইংরেজি সাহিত্যে। দীর্ঘদিন শিক্ষকতা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তাঁর প্রথম কাব্য বৈশাখি পূর্ণিমা [১৯৭০]। মোট কাব্যগ্রন্থ ২০ টি। প্রথম গদ্যগ্রন্থ আত্মরক্ষার প্রতিবেদন [২০০১]। গদ্যগ্রন্থ ৫ টি। গল্প সংগ্রহ প্রকাশিত হয় ২০১০ সালে। আশির দশকে খোলা কবিতা লেখার জন্য স্বৈরাচারের রোষানলে পড়েন তিনি। সাহিত্য অবদানের জন্য পেয়েছেন বাংলা একাডেমি, একুশে পদক, প্রথম আলো পুরস্কারসহ বেশকিছু পুরস্কার। বর্তমানে ঢাকায় বসবাস করছেন তিনি।       

সাবস্ক্রাইব