অভিনু কিবরিয়া ইসলাম

গল্পকার ও অনুবাদক। জন্ম ৩০ সেপ্টেম্বর ১৯৮৬ সালে, ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অণুজীব বিজ্ঞানে স্নাতকোত্তর। বর্তমানে পিএইচডি গবেষণারত। প্রগতি লেখক সংঘের সহ-সাধারণ সম্পাদক। প্রকাশিত গ্রন্থ ৬ টি। উল্লেখযোগ্য গ্রন্থ হো চি মিনের কারাগারের দিনলিপি [অনুবাদ], এরিখ ফ্রমের চিঠি [অনুবাদ], একজন বশির মিয়া ও আমাদের প্রোপার্টি এস্টেট [গল্পগ্রন্থ] ও আগস্ট ছাত্র বিদ্রোহ : ছাত্রপক্ষের জবানবন্দি [স্মৃতিচারণ]। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অণুজীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক।

সাবস্ক্রাইব