নাসির আলী মামুন

 

নাসির আলী মামুন একজন লেখক, আলোকচিত্রী ও চিত্রশিল্পী। জন্ম ১৯৫৩ সালে, পুরান ঢাকায়। পৈত্রিক বাড়ি ফরিদপুরে। খুব ছোটবেলায় তিনি আলোকচিত্রের প্রতি অনুরাগী হন। প্রথম জীবনে স্থানীয় এক স্টুডিও থেকে ‘ধার করা ক্যামেরা দিয়ে মুখাবয়বের ছবি তোলেন। সাল ১৯৭২, সদ্য স্বাধীনোত্তর দেশ তখন। সেই থেকে শুরু হয় নাসির আলী মামুনের ‘পোর্ট্রেট ফটোগ্রাফ’ বা মুখাবয়বের ছবি তোলার ইতিহাস। দেশে-বিদেশে অসংখ্য কীর্তিমান মানুষের ছবি তুলেছেন তিনি। তুলেছেন ঘর নাই মানুষের মুখচ্ছবি। দেশে-বিদেশে সবমিলিয়ে তিনি ৬০-এর অধিক একক প্রদর্শনী করেছেন। সাক্ষাৎকার ও প্রবন্ধ মিলিয়ে মোট গ্রন্থ সংখ্যা ১৫। ফটোগ্রাফি নিয়ে বই লিখেছেন ৪ টি। শিল্পী জীবনে অসামান্য অবদানের জন্য নাসির আলী মামুন লাভ করেছেন ‘আজীবন সম্মাননা’ [ছবিমেলা: আন্তর্জাতিক ছবি প্রদর্শনী ২০১৭], সেলেব্রেটিং লাইফ [স্টান্ডার্ড চাটার্ড ব্যাংক ও ডেইলি স্টার ২০১৭], রাষ্ট্রীয় সম্মাননা শিল্পকলা পদক ২০১৭ ও ‘মনজুর আলম বেগ পদক ২০২০ [বেগ আর্ট ইন্সটিটিউট অব ফটোগ্রাফি]। বর্তমানে ফটোজিয়াম নামে আলোকচিত্র সংগ্রহশালার জন্য কাজ করছেন তিনি।

 

সাবস্ক্রাইব