আফসানা বেগম

 

আফসানা বেগমের জন্ম ২৯ অক্টোবর ১৯৭২, ঢাকায়। তিনি কথাসাহিত্যিক ও অনুবাদক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর। নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন ব্যবস্থাপনায় স্নাতকোত্তর। প্রথম প্রকাশিত উপন্যাস প্রতিচ্ছায়া [২০১৬] ও প্রথম গল্পের বই দশটি প্রতিবিম্বের পাশে [২০১৪]। নিয়মিত লিখছেন গল্প, উপন্যাস ও বিভিন্নরকম গদ্য। অনুবাদ করেছেন উইলিয়াম ফকনার, নাদিন গোর্ডিমার, অ্যালিস মানরো, আইজ্যাক আসিমভ ও হুলিও কোর্তাসারসহ প্রখ্যাত সাহিত্যিকের রচনা। পেশা ব্যবসা। 

 

সাবস্ক্রাইব