রবীন্দ্রনাথ ঠাকুর

 

বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর [৭ মে ১৮৬১৭ আগস্ট ১৯৪১]। একাধারে তিনি ছিলেন কবি, গল্পকার, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, প্রাবন্ধিক ও চিত্রশিল্পী। রবীন্দ্রনাথের মোট ৫২ টি কাব্যগ্রন্থ, ৩৮ টি নাটক, ১৩ টি উপন্যাস ও ৩৬ টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন। সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫ টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতানে অন্তর্ভুক্ত হয়েছে। তিনি ছবি এঁকেছিলেন প্রায় দুই হাজার। বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে তাঁর রচনা। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। ১৯০১ সালে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন তিনি। তার তত্ত্বাবধানে ১৯২৩ সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়।

 

সাবস্ক্রাইব