কাজী নজরুল ইসলাম

 

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম [২৪ মে ১৮৯৯২৯ আগস্ট ১৯৭৬]। তাঁর কবিতা, গান, প্রবন্ধসহ সমস্ত সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিল। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার পথিকৃৎ লেখক। কাজী নজরুল ইসলাম প্রায় ৩০০০ গান রচনা এবং অধিকাংশে সুরারোপ করেছেন যেগুলো এখন নজরুল সঙ্গীত বা নজরুল গীতি নামে পরিচিত। তাঁর রচিত প্রায় ৫০টি গ্রন্থের মধ্যে ১০টি গ্রন্থ ব্রিটিশ শাসনামলে বাজেয়াপ্তের জন্য চিহ্নিত হয়। পাঁচটি গ্রন্থ যুগবাণী, বিষের বাঁশী, ভাঙার গান, প্রলয় শিখা ও চন্দ্রবিন্দু বাজেয়াপ্ত হয় এবং আর পাঁচটি গ্রন্থ অগ্নিবীণা, সঞ্চিতা, ফণীমনসা, সর্বহারা ও রুদ্রমঙ্গল নিষিদ্ধ হওয়ার প্রক্রিয়াধীন ছিল, কিন্তু বাজেয়াপ্ত হয়নি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নজরুলের গান ও কবিতা ছিল প্রেরণার উৎস। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ১৯৭২ সালে তিনি সপরিবারে ঢাকা আসেন। এসময় তাকে বাংলাদেশের জাতীয়তা প্রদান করা হয়। ৭৭ বছর বয়সে ঢাকার পিজি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

 

সাবস্ক্রাইব