এমরান কবির

 

গল্পকার ও লেখক। জন্ম ৫ এপ্রিল ১৯৭৯ সালে, বগুড়ার কৃষ্ণপুরে। অধুনালুপ্ত দৈনিক আজকের কাগজ-এ সহ-সম্পাদক হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবনে প্রবেশ। এখন একটি অসরকারি ব্যাংকে কাজ করেন। সম্পাদনা করেছেন ছোটকাগজ থার্ডম্যাগ, সেন্ট্রাল জেল, পরিধি। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কী সুন্দর মিথ্যাগুলো প্রকাশিত হয় [২০১১]। কাব্য, গল্প, উপন্যাস ও প্রবন্ধ মিলিয়ে প্রকাশিত গ্রন্থের সংখ্যা দশ। নিদ্রাগহন মহাশূন্যে গল্পের পাণ্ডুলিপির জন্য পেয়েছেন জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার [২০১০], তিলোত্তমা বিষয়ক পাপ উপন্যাসের পাণ্ডুলিপি জন্য পেয়েছেন অক্ষরবৃত্ত পুরস্কার [২০১৯]। পেয়েছেন পাঠকপণ্য পাঠশালা সম্মাননা [২০১২], অপরাজিত সাহিত্য পুরস্কার [২০২৩। প্রকাশিতব্য গল্পগ্রন্থ নাম বৃষ্টি ও নাকফুলের গল্প

 

 

সাবস্ক্রাইব