নামজাদা কবি, কথাসাহিত্যিক ও নাট্যকার। জন্ম ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর, বাংলাদেশের কুড়িগ্রাম জেলায়। ১৯৫০ সালে ম্যাট্রিক পাস করার পর বাড়ি থেকে পালিয়ে যান বোম্বে। ফিরে এসে এইচএসসি পাস করেন। ভর্তি হয়েছিলেন ইংরেজি সাহিত্যে, দুবছর পর পড়াশোনা ছেড়ে মনোনিবেশ করেন লেখালেখিতে। ছাত্রাবস্থায় তার প্রথম উপন্যাস ‘দেয়ালের দেশ’ প্রকাশিত হয়। প্রথম কাব্যগ্রন্থ ‘একদা এক রাজ্যে’ প্রকাশিত হয় ১৯৬১ সালে। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ—বৈশাখে রচিত পংক্তিমালা, প্রতিধ্বনিগণ, অপর পুরুষ, পরাণের গহীন ভিতর, বেজান শহরের জন্য কোরাস, এক আশ্চর্য সংগমের স্মৃতি ও আমি জন্মগ্রহণ করিনি। উপন্যাস—সীমানা ছাড়িয়ে, নীল দংশন, স্মৃতিমেধ, স্তব্ধতার অনুবাদ, স্বপ্ন সংক্রান্ত, বৃষ্টি ও বিদ্রোহীগণ, নিষিদ্ধ লোবান এবং খেলারাম খেলে যা। কাব্যনাট্য—পায়ের আওয়াজ পাওয়া যায়, গণনায়ক ও নুরলদীনের সারাজীবন। প্রবন্ধগ্রন্থ—হৃৎ কলমের টানে ও মার্জিনে মন্তব্য। তিনি বাংলা সিনেমার বেশকিছু চিত্রনাট্য লিখেছেন। সাহিত্যে অবদানের জন্য পেয়েছেন বাংলা একাডেমিসহ অসংখ্য পুরস্কার। মৃত্যুবরণ করেন ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর।