আলোকচিত্র সম্পাদক, শিক্ষক ও গবেষক। জন্ম ১৯৭৭ সালের ৮ অক্টোবর, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচরে। কিশোর বয়স থেকেই লেখালেখির শুরু। ওই সময় ছবি তোলার নেশাও পেয়ে বসে। ঢাকা কলেজ থেকে গ্রাজুয়েশন শেষে পাঠশালা— দ্য সাউথ এশিয়ান মিডিয়া একাডেমিতে ফটোসাংবাদিকতা বিষয়ে পড়াশোনা। বর্তমানে দৈনিক দেশ রূপান্তর এর সঙ্গে কর্মরত। এছাড়া তিনি স্টেট ইউনিভারসিটি অব বাংলাদেশ এর জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের খণ্ডকালীন শিক্ষক। পেয়েছেন আশাহি সিম্বুন স্বর্ণপদক, এশিয়া প্রেস ফটো স্বর্ণপদক, এশিয়া প্যাসিফিক কালচারাল সেন্টার ফর ইউনেসকো পদকসহ বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কার। কবিতার বই যে ছবি হৃদয়ে আঁকা প্রকাশিত হয় ১৯৯৫ সালে, কলেজে পড়ার সময়। ২০১২ সালে প্রকাশিত হয় ফটো অ্যালবাম শতবর্ষের পথিক। গবেষণধর্মী গ্রন্থ শেকড়ের খোঁজে [২০১৫], একটি বিদ্যালয় বৃত্তান্ত [২০১৬], গজারিয়ার ইতিহাস ও ঐতিহ্য [২০১৭], গণহত্যা গজারিয়া : রক্ত মৃত্যু মুক্তি [২০১৮], গণহত্যা-বধ্যভূমি ও গণকবর জরিপ : মুন্সিগঞ্জ জেলা [২০১৯], গণহত্যার গহন গল্প : প্রসঙ্গ ভবেরচর [২০২২]। ২০২১ সালে তাঁর গবেষণা ও সম্পাদনায় প্রকাশিত হয় তিন খণ্ডের ড্যাডিসমগ্র।