নূরজাহান মুরশিদ

 

সাংবাদিক, শিক্ষক ও রাজনীতিবিদ। জন্ম ২২ মে ১৯২৪ সালে। তিনি অল ইন্ডিয়া রেডিও-তে ঘোষিকা হিসেবে কাজ করেছেন। মুরশিদ ছিলেন ১৯৫৪ সালের পূর্ব বাংলার প্রাদেশিক সংসদ নির্বাচনে, যুক্তফ্রন্টের মনোনয়নে সরাসরি অংশ নিয়ে জয়ী হওয়া ২ জন নারীর একজন। তিনি মুজিবনগর সরকারের প্রতিনিধি হিসেবে ভারতীয় বিধানসভার উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দিয়ে বাংলাদেশকে স্বীকৃতি দিতে ভারত সরকারের প্রতি আহবান জানান। ফলে পাকিস্তানের সামরিক জান্তা তাকে ১৪ বছরের কারাদন্ডে দণ্ডিত করে। স্বাধীন বাংলাদেশে, ১৯৭২ সালে তিনি মুজিব সরকারের স্বাস্থ্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তিনি ১৯৭৩ সালে দেশের প্রথম সংসদ নির্বাচনে সাংসদ হিসেবে নির্বাচিত হন। ১৯৭৫ সালের পর তিনি রাজনীতি ছেড়ে দেন। ১৯৮৫ সালে তিনি এদেশ একাল নামে একটি বাংলা সাময়িকী প্রতিষ্ঠাতা সম্পাদক হন। ১৯৯১ সালে আর্থিক সংকটে সাময়িকীটির প্রকাশনা বন্ধ হয়ে যায়। বাংলাদেশ মহিলা সমিতির প্রথম সভাপতি ছিলেন নূরজাহান মুরশিদ। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত মহিলা আওয়ামী লীগের প্রথম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি অসংখ্য সামাজিক ও কল্যানমূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। ২০০৩ সালের ১ সেপ্টেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন।

 

সাবস্ক্রাইব