ভীষ্ম উপ্রেতি

কবি, কথাকার ও প্রাবন্ধিক। জন্মস্থান নেপাল। নেপালের ত্রিভূবন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। ইংল্যান্ডের সাউদাম্পটন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি। প্রবন্ধ, গল্প, উপন্যাস ও কবিতা মিলে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ২০ টি। কাব্যগ্রন্থ ৯ টি। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ পোয়েম অব দ্য হিল, ইকোস অব লাভ ও জাস্ট এজ আই এম। উপন্যাসের মধ্যে অ্যান এনলেস স্টোরি উল্লেখযোগ্য। বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে তার কবিতা। নেপালের প্রথিতযশা এ কবি সাহিত্যে অবদানের জন্য পেয়েছেন বেশকিছু পুরস্কার ও সম্মাননা। নেপালের পেন সংগঠনের প্রধান তিনি। বর্তমানে নেপালের কাঠমান্ডুতে বসবাস করেন তিনি।

সাবস্ক্রাইব