চিররঞ্জন সরকার

জন্ম ১ অক্টোবর ১৯৭০, পঞ্চগড় জেলার বোদা উপজেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাকোত্তর ডিগ্রি অর্জন। গবেষণাধর্মী লেখার পাশাপাশি তিনি বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত রাজনৈতিক কলাম ও রম্যরচনা লিখে থাকেন। প্রকাশিত গ্রন্থ: শেয়ালতন্ত্র জিন্দাবাদ [রম্যরচনা সংকলন: ২০০৭]; নারী ও দারিদ্র্য [২০০৭]; নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: চ্যালেঞ্জ ও করণীয় [২০১০]; নির্যাতিত নারী উপেক্ষিত মানবাধিকার [২০১০]; জলবায়ু পরিবর্তন নারীর উপর প্রভাব [২০১২]; ধর্ষণের মনস্তত্ব [২০১৪] এবং প্যাঁচের রাজনীতি রাজনীতির প্যাঁচ [রম্যরচনা সংকলন: ২০১৬]। বিভিন্ন জাতীয়-আন্তর্জাতিক উন্নয়ন সংগঠন ও সংবাদপত্রে কাজ করেছেন। দৈনিক সংবাদে সম্পাদকীয় বিভাগে কাজ করেছেন সাত বছর। বর্তমানে বেসরকারি সংস্থা ব্র্যাকে কর্মরত আছেন।

সাবস্ক্রাইব