সতিরিয়স পাস্তাকাস

কবি, অনুবাদক, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক। জন্ম ১৯৫৪ সালে, গ্রিসের লারিসায়। বর্তমান বসবাসও জন্ম ঠিকানায়। পড়াশোনা করেছেন চিকিৎসাশাস্ত্রে, ইউনিভার্সিটি অব রোমে। ৩০ বছর ধরে এথেন্সে মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। সমকালীন গ্রিক কবিতায় প্রভাবশালী কবি তিনি। ২০০১ সালে ভেরোনায় প্রতিষ্ঠিত ওয়ার্ল্ড পোয়েট্রি একাডেমির প্রতিষ্ঠাতাদের একজন তিনি।  তাঁর কবিতা ১৬টি ভাষায় অনূদিত হয়েছে। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ ‘ফুড লাইন’ অনুবাদ করেছেন আমেরিকান বিট কবি জ্যাক হার্শম্যান। অংশ নিয়েছেন সান ফ্রান্সিসকো, সারাজেভো, ইজমির, রোম, নাপোলি, সিয়েনা, কায়রো, ইস্তাম্বুলসসহ বিভিন্ন আন্তর্জাতিক কবিতা উৎসবে। সতিরিয়সের তিনটি কাব্য সংকলন প্রকাশিত হয়েছে ইতালিতে, যেখানে তিনি ২০১৬ সালে নর্ড সুড পুরস্কারও পান। পেয়েছেন বেশকিছু সম্মাননা ও পুরস্কার পান। রেডিও প্রযোজক ও নিরীক্ষামূলক লেখালেখির অধ্যাপক তিনি।

সাবস্ক্রাইব