কথাসাহিত্যিক, অনুবাদক ও প্রাবন্ধিক। জন্ম ১৯৬৮ সালে, বাংলাদেশের জয়পুরহাটে। পড়াশোনা সাংবাদিকতায়, মস্কোর গণমৈত্রী বিশ্ববিদ্যালয়ে। ঢাকায় থাকেন, সাংবাদিকতা করেন; গল্প–উপন্যাস লেখেন, রুশ ও ইংরেজি থেকে ফিকশন ও নন–ফিকশন অনুবাদ করেন। সাতটি গল্পগ্রন্থ ও ১২টি উপন্যাসসহ তাঁর প্রকাশিত মোট বইয়ের সংখ্যা ৩৩। তনুশ্রীর সঙ্গে দ্বিতীয় রাত, মাংসের কারবার, ঘোড়ামাসুদ ও জুবোফস্কি বুলভার তাঁর আলোচিত বই। দুধ নামে একটি গল্প শবনম নাদিয়ার অনুবাদে ২০১৯ সালে হিমাল সাউথেশিয়ান শর্ট স্টোরি কম্পিটিশনে শ্রেষ্ঠ গল্পের পুরস্কার পায়। তাঁর মিট মার্কেট অ্যান্ড আদার স্টোরিজ নামে প্রকাশিত গল্পগ্রন্থের অনুবাদের জন্য শবনম নাদিয়া ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ‘পেন/হাইম ট্রান্সলেশন গ্রান্টস’ লাভ করেন।