ওয়াকিলুর রহমান

আশির দশকের খ্যাতিমান চিত্রশিল্পী ও কিউরেটর ওয়াকিলুর রহমান। তাঁর জন্ম ১৯৬১ সালে, বাংলাদেশে। তিনি ঢাকা চারুকলা কলেজ থেকে স্নাতক ডিগ্রি নেন। স্নাতকোত্তর সম্পন্ন করেন চীনের পিকিং ফাইন আর্টস একাডেমি থেকে। আশির দশকে চীন থেকে দেশে ফেরেন তিনি। সেসময় বাংলাদেশে গড়ে ওঠা চিত্রকলার আন্দোলন সময় গ্রুপেরও তিনি প্রতিষ্ঠাতা সদস্যের একজন। নতুন ধরনের ভিজ্যুয়াল আর্টতে কেন্দ্র করে স্থানিক এই আন্দোলনের সূত্রপাত হয়।বাংলাদেশের সমকালীন আধুনিক চিত্রশিল্পী তিনি। ১৯৮৬ সাল থেকে বাংলাদেশ, চীন ও জার্মানিতে তাঁর ষাটের অধিক একক চিত্র প্রদর্শনী হয়েছে। ১৯৯১ সাল থেকে দেশে-বিদেশে অসংখ্য আন্তর্জাতিক চারুকলা উৎসব,দ্বিবার্ষিক ও ত্রিবার্ষিক চিত্রকলা প্রদর্শনীতে তাঁর শিল্পকর্ম স্থান পায়। শিল্পকর্ম উপস্থাপিত হয় বুলগেরিয়া, কিউবা, ফ্রান্স, ভারত, জাপান, লিথুনিয়া, মেকাডোনিয়া, মায়ানমার, পোলান্ড, নরওয়ে, তাইওয়ান, আরব আমিরাত ও আমেরিকায়।

সাবস্ক্রাইব