কবি, প্রাবন্ধিক ও নাট্যকার। জন্ম ১৯৭৮ সালের ২৯ জানুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়। ছোটবেলা থেকে লেখালেখি শুরু। বাংলার পাশাপাশি বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় লেখেন। পড়াশোনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে স্নাতকোত্তর। লেখালেখির পাশাপাশি মঞ্চনাটকের নির্দেশনা দেন। পরিচালনা করছেন মণিপুরি থিয়েটার। প্রকাশিত বই ডেকেছিলাম জল, বেলা দ্বিপ্রহর, অক্ষর নতুন করে চিনি, হওয়া না-হওয়ার গান, পরিখায় ঢাকা পথ [কবিতা], কুলিমানুর ঘুম ও ইঞ্জিন [উপন্যাস], ভাষা, কবিতা ও রবীন্দ্রনাথ [প্রবন্ধ], আবছায়াদের কথা [গল্প], নয়নতারা, দহনদয়িতা, দ্বিখণ্ডিতা, রুধিররঙ্গিণী [কাব্যনাট্য] ও ইয়ের্মা [অনুবাদ]। বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় সেনাতম্বীর আমুনিগৎত সেম্পাকহান পরিল অদিন, নুয়াকরে চিনুরি নেয়েক, উদারি বানার দিনে [কাব্য], রুদ্রচণ্ড [অনুবাদ] ও মানু কিদিয়া লেহাউশপাৎ লাল্লাম ইতারাতা [গল্প]। কাজের স্বীকৃতি হিসেবে বেশ কিছু পুরস্কার পেয়েছেন।