ইমতিয়ার শামীম

 

কথা সাহিত্যিক ও প্রাবন্ধিক। জন্ম  ১৩৭১ বঙ্গাব্দ, সিরাজগঞ্জের রামগাঁতী গ্রামে। মা হামিদা সুলতানা। বাবা চৌধুরী ওসমান। শামীমের প্রথম প্রকাশিত বই ডানাকাটা হিমের ভেতর [উপন্যাস: ১৯৯৬]। সর্বশেষ প্রকাশিত বই গভীর দুপুরে সশস্ত্র নির্জন [গল্প: ২০২১]। প্রকাশিত বইয়ের সংখ্যা ৩৮। যেসবের মধ্যে ১১ টি গল্পগ্রন্থ, ১২ টি উপন্যাস, ৬ টি প্রবন্ধ-ব্যক্তিগত গদ্যগ্রন্থ, ১ টি গবেষণা-ইতিহাসমূলক বই ও ৮ টি শিশু-কিশোরদের গল্প-উপন্যাস। স্বীকৃতি : আখতারুজ্জামান কথাসাহিত্য পুরস্কার [২০১২], লোক সাহিত্য পুরস্কার [২০১৩], জীবনানন্দ সাহিত্য পুরস্কার [২০১৪], প্রথম আলো বর্ষসেরা সৃজনশীল গ্রন্থ পুরস্কার [১৪২১], শিশু একাডেমি পুরস্কার [১৪২১], বাংলা একাডেমি পুরস্কার [২০২১]। পেশায় সাংবাদিক।

সাবস্ক্রাইব