আখতারুজ্জামান ইলিয়াস

কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক। জন্ম ১৯৪৩ সালের ১২ ফেব্রুয়ারি, গাইবান্ধা জেলায়। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর। ঢাকার জগন্নাথ কলেজে লেকচারার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি বাংলাদেশ লেখক শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। দুটি উপন্যাস, গোটা পাঁচেক গল্পগ্রন্থ আর একটি প্রবন্ধ সংকলন এই নিয়ে তাঁর রচনাসম্ভার। তাঁর উল্লেখযোগ্য বই অন্যঘরে অন্যস্বর [ ১৯৭৬,গল্প], খোঁয়ারি [১৯৮২, গল্প], দুধভাতে উৎপাত [১৯৮৫, গল্প], চিলেকোঠার সেপাই [১৯৮৭, উপন্যাস], দোজখের ওম [১৯৮৯, গল্প], খোয়াবনামা [১৯৯৬, উপন্যাস], সংস্কৃতির ভাঙা সেতু [১৯৯৮, প্রবন্ধ]।  সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমী পুরস্কার, খোয়াবনামা উপন্যাসের জন্য সাদত আলী আখন্দ পুরস্কার ও কলকাতার আনন্দ পুরস্কার’ লাভ করেন। ১৯৯৭ সালের ৪ জানুয়ারি ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন।

সাবস্ক্রাইব