শিক্ষক ও গবেষক। জন্ম ১৯৮৫ সালে, ঝালকাঠিতে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর। ‘ক্লাইমেট গভর্নেন্স’ বিষয়ে পিএইচডি করেছেন চীনের হুয়াজং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে। তাঁর গবেষণা প্রবন্ধ জার্নাল অব জিওসায়েন্স এন্ড এনভায়রনমেন্ট প্রটেকশন, জার্নাল অব আর্থ সায়েন্স এন্ড ক্লাইমেটিক চেঞ্জ, সোশ্যাল সায়েন্স রিভিউসহ দেশ-বিদেশের বিভিন্ন স্বীকৃত জার্নালে প্রকাশিত হয়েছে। বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক।