প্রাবন্ধিক ও কথাকার। জন্ম ১৯৬৯ সালে, ঢাকায়। পড়াশোনা ফিনিক্স বিশ্বাবদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর। তাঁর প্রকাশিত গল্পগ্রন্থ অ্যাকুরিয়ামের মাছ ও হলুদ প্রজাপতির গল্প [২০১৭] এবং করেনা ও একটি অলকানন্দা ফুল [২০২০]। গবেষণা গ্রন্থ শিপ জাম্পার: বাঙালির আমেরিকা যাত্রা [২০১৯], ঔপনিবেশিক ভারতে বিলাতি নারীরা [২০১৬] ও জানা অজানা রবার্ট ক্লাইভ [২০১৪]। প্রবন্ধগ্রন্থ চেনা অচেনা শহীদ কাদরী [২০১৮], আমেরিকানামা [২০১৫] এবং পূর্ব-পশ্চিমের আলো [২০১৬]। বর্তমানে তিনি নিউইয়র্কে বসবাস করেন।