কবি, প্রাবন্ধিক ও গবেষক। জন্ম ২০ সেপ্টেম্বর ১৯৭৫ সালে, মাদারীপুর শহরে নানাবাড়িতে। শৈশব হতেই ঢাকায় বেড়ে ওঠা। পড়াশোনা নৃবিজ্ঞানে স্নাতকোত্তর। প্রকাশিত কাব্যগ্রন্থ হারানো দোকান এল দরাদো [২০০৯], একজন আঙুল শুধু হেঁটে বেড়ায় [২০১০] আর কারনেশন ফুটলো থরে থরে [২০১৩], একটু একটু করে বোবা হয়ে যাচ্ছ তুমি [২০১৫], বারুদ লোবানের গন্ধ [২০১৭]এবং জলে ডোবা চাঁদ [২০১৯]। প্রকাশিত গল্পগ্রন্থ পেন্ডুলাম ও শিশুর দোলনা [২০১১] এবং জৌলুসী বেওয়া [২০১৬]। উপন্যাস অন্তর্গত করবী [২০২১]। যৌথভাবে সম্পাদনা করেছেন নির্বাচিত কবিতা: শামীম কবীর [২০১০]। তিনি কিছুদিন নৃবিজ্ঞান বিষয়ে শিক্ষকতা করেছেন। কয়েকটি প্রতিষ্ঠানে গবেষণা কাজের সাথে সম্পৃক্ত ছিলেন তিনি। নিয়মিত লিখছেন লিটল ম্যাগাজিন, ওয়েব ম্যাগাজিন, জার্নাল ও দৈনিক পত্রিকায়।