সাদিয়া সুলতানা

 

কথাসাহিত্যিক। জন্ম ৫ জুন, বাংলাদেশের নারায়গঞ্জে। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম ডিগ্রি। ছাত্রজীবন থেকে বিভিন্ন পত্রিকায় লেখালেখি করছেন। বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান এবং শিক্ষাবিদ আনিসুজ্জামানের সম্পাদনায় প্রকাশিত আইন অভিধান আইন-শব্দকোষ গ্রন্থে তিনি গবেষণা সহকারি হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি বিচারক হিসাবে বাংলাদেশ বিচার বিভাগে কর্মরত আছেন। প্রকাশিত গল্পগ্রন্থ চক্র [২০১৪], ন আকারে না [২০১৭], ঘুমঘরের সুখ-অসুখ [ ২০১৯] ও মেনকি ফান্দার অপরাধ কিংবা পাপ [২০২০]। উপন্যাস আমি আঁধারে থাকি [২০১৮], আজু মাইয়ের পৈতানের সুখ [২০২০] ও বিয়োগরেখা [২০২২]। উপন্যাসিকা ঈশ্বরকোল [২০২১]।

 

সাবস্ক্রাইব