চিমামান্দা নগোজি আদিচে

 

কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও গবেষক। নাইজেরিয়ার ইনুগু শহরে এক ইবু নৃগোষ্ঠী পরিবারে ১৯৭৭ সালের ১৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৯৭ সালে চিমামান্দা নগোজি আদিচে কিছু কবিতা প্রকাশ করেন এবং ১৯৯৮ সালে ফর লাভ অফ বিয়াফিরা নামের একটি নাটক রচনা করেন। ২০০২ সালে তার ছোটগল্প ইউ ইন আমেরিকা কেইন প্রাইজ লাভ করে এবং দ্যাট হারমাটন মরনিং যৌথভাবে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস শর্ট স্টোরি অ্যাওয়ার্ড লাভ করে। ২০০৩ সালে তিনি ওহেনরি অ্যাওয়ার্ড লাভ করেন। বর্তমান আফ্রিকান সাহিত্যের উজ্জ্বল নাম চিমামান্দা নগোজি আদিচে। দ্যা টাইমস লিটারেরি সাপ্লিমেন্টের মতে, সমালোচক দ্বারা বহুল প্রশংসিত তরুণ অ্যাংলোফোনিক সাহিত্যিক যারা নতুন প্রজন্মকে আফ্রিকান সাহিত্যের দিকে আকর্ষণ করছে, তাদের মধ্যে চিমামান্দা বিশিষ্ট স্থান অধিকার করে আছে।”  তার প্রথম উপন্যাস পার্পল হিবিস্কাস সমালোচকদের নজর কাড়ে এবং বেস্ট ফার্স্ট বুক ক্যাটাগরিতে  কমনওয়েলথ লেখক পুরস্কার লাভ করে। আদিচিয়ে পার্পল হিবিস্কাস [২০০৩], হাফ অব অ্যা ইয়েলো সান [২০০৬], আমেরিকানা [২০১৩] প্রভৃতি উপন্যাস এবং ছোটগল্পসংকলন দ্য থিং অ্যারাউন্ড ইওর নেক [২০০৯]নাতিদীর্ঘ প্রবন্ধ উই শুড অল বি ফেমিনিস্টস [২০১৪] লিখেছেন। তাঁর সাম্প্রতিক বই ডিয়ার ইজাওয়েলে অথবা অ্যা ফেমিনিস্ট ম্যানিফেস্টো ইন ফিফটিন সাজেসচন্স ২০১৭ সালের মার্চ মাসে প্রকাশিত হয়। ২০০৮ সালে তিনি ম্যাকআর্থার জিনিয়াস গ্রান্ট পুরস্কারে ভূষিত হন।

 

সাবস্ক্রাইব